ইউক্রেন যুদ্ধ সমাধানে আলোচনায় প্রস্তুত পুতিন
- By Jamini Roy --
- 20 December, 2024
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বৈঠক করতে রাজি আছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই সম্মেলনে পুতিন বলেন, তিনি ইউক্রেন ইস্যুতে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে চান। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তিনি এও জানান যে, রাশিয়ার কোনো ধরনের দুর্বল অবস্থান নেই বরং ২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে দেশটি আরও শক্তিশালী হয়েছে।
পুতিন বলেন, "আমরা সবসময় বলেছি যে আলোচনা এবং সমঝোতার জন্য প্রস্তুত। তবে অন্য পক্ষও সমঝোতার জন্য প্রস্তুত কিনা, সেটাও দেখতে হবে।"
একইসঙ্গে পুতিন আশা প্রকাশ করেন যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে এমন সময় আসবে যখন ইউক্রেনীয়দের মধ্যে কেউ আর যুদ্ধ করতে চাইবে না। তিনি জোর দিয়ে বলেন, “আমরাও আলোচনার জন্য প্রস্তুত। তবে অন্য পক্ষকেও আলোচনায় প্রস্তুত থাকতে হবে।”
বার্ষিক প্রশ্নোত্তর সেশনে এক মার্কিন সংবাদ চ্যানেলের প্রতিবেদকের প্রশ্নের জবাবে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, "ট্রাম্পের সঙ্গে বহুদিন ধরে কথা হয়নি। তবে ইউক্রেন সংকট নিয়ে তার সঙ্গে আলোচনা করতে আমি প্রস্তুত।"
উল্লেখ্য, গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত বন্ধ করবেন। পুতিনের এই বক্তব্য সেই ঘোষণা সম্পর্কে আলোচনার পথ খুলে দিয়েছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী। তবে তিনি কোনো বড় আঞ্চলিক ছাড় দিতে রাজি নন এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করেছেন।
পুতিন বলেন, "কোনো চুক্তি কেবল ইউক্রেনের বৈধ কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত হতে পারে।"
ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য একদিকে যখন পুতিন ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, অন্যদিকে তিনি জোর দিচ্ছেন রাশিয়ার সার্বভৌম অবস্থানের ওপর। তার মতে, যেকোনো সমঝোতার শর্ত হতে হবে উভয় পক্ষের জন্য সম্মানজনক।
রাশিয়া ও মার্কিন নেতৃত্বের মধ্যে আসন্ন আলোচনার সম্ভাবনা ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।